Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ , ২ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০১-০৪-২০১৯

নায়িকা নয়, ভালো অভিনেত্রী হতে চাই : সানজিদা

রাহাত সাইফুল


নায়িকা নয়, ভালো অভিনেত্রী হতে চাই : সানজিদা

বরিশালের মেয়ে সানজিদা ইপশা। তার নানাও একজন মঞ্চ অভিনেতা। নানার অভিনয় দেখেই অভিনয়ের অনুপ্রেরণা পান তিনি। তার মা চাইতেন মেয়েকে সাবাই চিনুক। এই চাওয়াকে বাস্তবে রূপ দিতে মিডিয়ায় পা রাখেন সানজিদা ইপশা।

বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সানজিদা। এরপর মোজো, আরএফএলের বিজ্ঞাপনচিত্রে মডেল হন। এর কিছুদিন পরই পরিচালক বি কে আকাশের ‘ক্যাট হাউজ’ নামে ধারাবাহিক নাটকে অভিনয়ের প্রস্তাব পান। এই ধারাবাহিকের মাধ্যমে নাটকে নাম লেখান তিনি। এটি আরটিভিতে প্রচারিত হয়। এরপর ইমতিয়াজ নেয়ামূলের ‘কাগজের ফুল’ নাটকে অভিনয় করেন। এটি এনটিভিতে প্রচারিত হয়। তুষার খানের ‘বহে সমান্তরাল’ ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। এটি দীপ্ত টিভিতে প্রচারিত হয়েছে।

সর্বশেষ ‘মান অভিমান’ নামে নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেন। ১২০০ পর্বের এই ধারাবাহিকটি আগামীকাল শনিবার থেকে দীপ্ত টিভিতে সন্ধ্যা ৭টা ও রাত ৯টায় প্রচার হবে। সপ্তাহে শনি-বৃহস্পতিবার প্রচারিত হবে এটি। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ দীপ্ত টিভি ভবনে সংবাদ সম্মেলনও করা হয়।

রাজু খান পরিচালিত ‘মান অভিমান’ নাটকে সানজিদা ইপশার বিপরীতে অভিনয় করেছেন শিবলী নোমান। এছাড়াও অভিনয় করেছেন সমাপ্তি মাসুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথিসহ অনেকে। জেন অস্টেন রচিত ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন নাসিমুল হাসান, সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত।

এ প্রসঙ্গে সানজিদা ইপশা জানান, ‘‘মান অভিমান’ ধারাবাহিকে পাঁচ বোনের গল্প দেখানো হবে। এতে প্রধান চরিত্রে অভিনয় করছি। কাজও দারুণ হয়েছে। আশা করছি, সবার ভালো লাগবে।’’

‘মান অভিমান’ নাটকে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের রানুকে ভালোবাসে শিল্পপতি রাহাত। তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় রাহাতের বিত্তশালী বন্ধু ফরহাদ। দাম্ভিক ফরহাদের মতে, গরিব আর ধনীর ভালোবাসা নাটক–সিনেমায় মানালেও বাস্তবে অসম্ভব। আর রানুর বোন বীথি বিশ্বাস করে, ভালোবাসা দিয়ে সব অসম্ভবকে জয় করা যায়। একদিন সেই বীথির প্রেমে পড়ে ফরহাদ। এভাবেই এর গল্প এগিয়েছে। এতে রানুর চরিত্রে অভিনয় করেছেন সানজিদা ইপশা।

অভিনয় প্রসঙ্গে সানজিদা ইপশা বলেন, ‘নায়িকা নয়, ভালো অভিনেত্রী হতে চাই। সকল চরিত্রে অভিনয় করতে চাই। মায়ের ইচ্ছে-সবার পরিচিত মুখ হই। যে কারণেই মিডিয়াতে আসা। আমারও অভিনয় করার ইচ্ছে ছোটবেলা থেকেই।’

ব্যবসায়ী বাবার মেয়ে সানজিদা ইপশা বিবিএ পড়ছেন। এরই মধ্যে বেশ কয়েকটি স্বল্পদৈঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তবে বড় পর্দায় অভিনয় প্রসঙ্গে সানজিদা ইপশা বলেন, ‘এখনই বড় পর্দায় অভিনয় করতে চাই না। নিজেকে ভালোভাবে প্রস্তুত করে চলচ্চিত্রে কাজ করব।’

মডেলিং

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে