হবিগঞ্জ, ৩০ ডিসেম্বর- হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ১ লাখ ৯৩ হাজার ৮শ' ৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি এডভোকেট আবু জাহির।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় ঐক্যফন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ পেয়েছেন ৬৮ হাজার ৭৮ ভোট। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৬ হাজার ৩শ' ৬৩ জন। মোট কেন্দ্র ছিলো ১৩১টি।
এবার ৩য় বারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি।
তবে এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। রোববার রাত ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার কথা রয়েছে।
সূত্র : সিলেটভিউ
আর/১৬:১৪/৩০ ডিসেম্বর