Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ , ১৬ ফাল্গুন ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (21 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১১-১৮-২০১১

আবার জেগে উঠেছে পুরনো প্রেম!

আবার জেগে উঠেছে পুরনো প্রেম!
বলিউডের এক সময়ের আলোচিত প্রেমিক জুটি রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনের পুরনো প্রেম বোধহয় জেগে উঠেছে আবার। অন্তত তাদের সামপ্রতিক কর্মকাণ্ডে এমনটাই প্রকাশ পাচ্ছে। সমপ্রতি পালি হিলে অবস্থিত বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্টে উঠেছেন দীপিকা। মজার ব্যাপার হলো, এই অ্যাপার্টমেন্ট থেকে রণবীরের বাড়ি  কৃষ্ণরাজের দূরত্ব এতটাই কম যে, এক লাফেই একজন-আরেকজনের বাড়িতে চলে যেতে পারবেন। রণবীরের পরিবারের সবার সঙ্গেও বেশ ঘনিষ্ঠভাবেই মিশছেন দীপিকা। আর রণবীরের মা নীতু সিংকে তো বলা যায় পটিয়েই ফেলেছেন তিনি। কৃষ্ণরাজের পাশে দীপিকাকে অ্যাপার্টমেন্ট খুঁজে দিতে সবরকম সাহায্যই করেছেন নীতু। এদিকে, অয়ন মুখার্জী  পরিচালিত ?ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি? ছবিতে শিগগিরই একসঙ্গে কাজ শুরু করবেন রণবীর-দীপিকা। ৫ই জানুয়ারি দীপিকার ২৬তম জন্মদিন। ইতিমধ্যেই নিজের জন্মদিন রণবীরের সঙ্গে ছবিটির সেটে উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েও রেখেছেন এই অভিনেত্রী। মূলত এসব কারণেই দুয়ে দুয়ে চার মিলিয়ে অনেকেই বলছেন, আবারও সম্ভবত একে অপরের জীবনে ফিরে আসছেন সাবেক এই প্রেমিক যুগল।

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে