শেরপুর, ২৬ ডিসেম্বর- শেরপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, বিএনপি টাকা দিয়ে ভোট কিনতে মাঠে নামবে। তাই সতর্ক থাকুন, তাদের পাহারা দিন। তিনি বলেন, ধানের শীষে লাশের পোড়া গন্ধ রয়েছে, তাদের জনগণ ভোট দেবেন না।
বুধবার বিকেলে শেরপুরের নকলা উপজেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল হক সোহাগ প্রমুখ বক্তব্য দেন।
প্রায় ২৫ হাজার মানুষের উপস্থিতিতে ওই জনসভায় মতিয়া চৌধুরী ড. কামাল হোসেনের কঠোর সমালোচনা করে বলেন, কামাল হোসেনের নিজের দলে কোনো লোক নেই। এখন ভাড়া খাটতে গেছেন বিএনপিতে।
তিনি আরও বলেন, বিএনপি শবেবরাত মানে না। ওই রাতে দাউদকান্দিতে পেট্রোল বোমা দিয়ে বাবা-মেয়েকে হত্যা করেছে। বাবা ছেলেকে নিয়ে কুটুমবাড়িতে বেড়াতে যাবে। ভ্যানে বাচ্চাকে রেখে অটোরিকশা আনতে গেছে। এসে দেখে সন্ত্রাসীরা ছেলেকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলেছে। এসব কথা কেউ ভোলেনি। বাংলার মানুষ বিএনপির দুঃশাসন, কুশাসন, জ্বালাও-পোড়াও প্রত্যাখ্যান করেছে। তারা ভোট চাওয়ার যোগ্যতা হারিয়েছে।
বঙ্গবন্ধু দেশ এনেছেন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, আপনারা যদি বছরের প্রথম দিন ছেলেমেয়েদের জন্য বিনা পয়সায় বই চান, বিদ্যুৎ চান, বি.এ ক্লাস পর্যন্ত উপবৃত্তি চান, রাস্তা চান, দেশের আয়-উন্নতি চান তাহলে বঙ্গবন্ধুর মেয়েকে, নৌকাকে ভোট দিন। তিনিই পারবেন দেশকে এগিয়ে নিতে। আপনাদের সমস্যার সমাধান করতে।
সূত্র: সমকাল
এমএ/ ১১:২২/ ২৬ ডিসেম্বর