Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ , ৯ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (17 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১২-২৪-২০১৮

নীলফামারী-৪ আসনে বিএনপির আমজাদ হোসেনের প্রার্থিতা স্থগিত

নীলফামারী-৪ আসনে বিএনপির আমজাদ হোসেনের প্রার্থিতা স্থগিত

ঢাকা, ২৪ ডিসেম্বর- নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেন সরকারের প্রার্থিতা স্থগিত করেছেন হাইকোর্টের চেম্বার আদালত। তিনি সৈয়দপুর পৌরসভার মেয়র পদে থেকে ওই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। 

সোমবার (২৪ ডিসেম্বর) হাইকোর্টের চেম্বার আদালত তার প্রার্থিতা স্থগিত করেন। ফলে এই আসনে বিএনপির কোনও প্রার্থী থাকলো না। আমজাদ হোসেন বিএনপির সৈয়দপুর উপজেলার সাধারণ সম্পাদক।

এর আগে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আমজাদ হোসেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি দুইজনকে মনোনয়ন দিয়েছিল। এর মধ্যে একজন মো. আমজাদ হোসেন সরকার ও অন্যজন সংগীতশিল্পী বেবী নাজনীন। পরে সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকারকে দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

বিএনপির স্থানীয় সূত্রের দাবি, এই আসনে বিএনপির জয়ের সম্ভাবনা ছিল।

সোমবার দুপুরে সৈয়দপুর বিএনপি কার্যালয়ে আমজাদ হোসেনের প্রার্থিতা স্থগিতের খবর পৌঁছলে দলীয় নেতাকর্মীদের অনেকেই কেঁদে ফেলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমজাদ হোসেন সরকার বলেন, আমাকে নিয়ে শুরু থেকে ষড়যন্ত্র হয়েছে।

আদালতের আদেশে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত প্রসঙ্গে মহাজোটের প্রার্থী ও জাপা চেয়ারম্যান হুসেইন মো. এরশাদের ভাগ্নে আহসান আদেলুর রহমান আদেল বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা।

এমএ/ ১০:৩৫/ ২৪ ডিসেম্বর

নীলফামারী

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে