শেরপুর, ১৮ ডিসেম্বর- বৃষ্টির মধ্যেও থেমে নেই নির্বাচনী প্রচারণা। বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার শেরপুর-২ আসনের নকলা উপজেলার পৌরসভা ও আশপাশের এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
মঙ্গলবার দুপুরে নকলার গড়েরগাঁও, লাভা, বড়ইতার এলাকায় বৃষ্টিতে ভিজে জনতার কাছে নৌকা মার্কায় ভোট চান তিনি।
গড়েরগাঁও এলাকার পথসভায় মতিয়া চৌধুরী বলেন, আপনারা প্রত্যেকে ১০টি করে ভোট সংগ্রহ করে দেবেন। আপনাদের আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেই ১০টি করে ভোট সংগ্রহ করতে পারবেন। আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই।
এসব পথসভা ও গণসংযোগে মতিয়া চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।
এমএ/ ০৯:৩৩/ ১৮ ডিসেম্বর