Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ১২-১৪-২০১৮

হাবিবুল বাশারকে টপকে নতুন মাইলফলকে মাশরাফি

হাবিবুল বাশারকে টপকে নতুন মাইলফলকে মাশরাফি

সিলেট, ১৩ ডিসেম্বর- এশিয়া একদশের হয়ে দুটি ম্যাচ বাদ দিলে শুক্রবার (১৪ ডিসেম্বর) মাশরাফি বিন মর্তুজা মাঠে নামছেন ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে। একই দিনে নতুন আরেকটি মাইলফলকও ছুঁয়ে ফেললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টস করতে নামার সঙ্গে সঙ্গেই মাশরাফি ছাড়িয়ে যান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়ার গর্বিত মাইলফলকটি ছুঁয়ে ফেললেন তিনি। তার নেতৃত্বে ৭০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুমনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি।

২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেটে চলছিল খারাপ সময়। বছরের প্রথম ১৩টি ওয়ানডেতে একটিতেও জয়ের দেখা মেলেনি। হেভিওয়েট পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের পর হেরে যায় ওই সময়ের ‘পুঁচকে’ আফগানদের কাছেও।

হারের সেই ধারা কাটিয়ে উঠতেই সে সময়ের অধিনায়ক মুশফিকুর রহিমকে সরিয়ে তৃতীয়বারের মতো অধিনায়কত্ব দেয়া হয় মাশরাফিকে। তার নেতৃত্বের প্রত্যাবর্তনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওই বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তার নেতৃত্বে কাটে খারাপ সময়ের জাল।

২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং সেই ধারাবাহিকতা ধরে রেখে ঘরের মাঠে প্রবল শক্তিধর ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এশিয়ার ক্রিকেটের পরাশক্তি হিসেবে নিজেদের জানান দেয় লাল-সবুজের দল

মাশরাফির নেতৃত্বে খেলা ৭০ ম্যাচের ৩৯টিতেই জয় পায় টাইগাররা। ২৮টিতে হার নিয়ে মাঠ ছাড়ে আর ২টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।

পেছনে ফেলা হাবিবুলের ৬৯ ম্যাচের নেতৃত্বের ২৯টিতে জয় এসেছে। আর হেরেছে ৪০টি। 

সূত্র: বাংলানিউজ
এমএ/ ১০:২২/ ১৩ ডিসেম্বর

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে