Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ১২-১৪-২০১৮

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ  

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

 

সিলেট, ১৪ ডিসেম্বর- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে মিরপুরে পরের ম্যাচেই হেরে যায় স্বাগতিকরা। ফলে অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে তৃতীয় ওয়ানডে। সিরিজ নির্ধারণী সেই লড়াইয়ে টস জিতে আগে বোলিং নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

অঘোষিত ফাইনালি লড়াইয়ে বাংলাদেশ একাদশে এসেছে দুই পরিবর্তন। গেল দুই ম্যাচে একেবারেই ব্যর্থ ইমরুল কায়েসের জায়গায় ঢুকেছেন মোহাম্মদ মিঠুন। আর খরুচে বোলিং করা রুবেল হোসেনের স্থানে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আবহাওয়া ও উইকেট বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দেশের মাঠে সম্ভবত এটিই মাশরাফির শেষ ম্যাচ। শিরোপা জিতে তাকে উপহার দিতে দৃঢ়প্রতিজ্ঞ সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-তামিমরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

সূত্র: যুগান্তর
এমএ/ ১২:০০/ ১৪ ডিসেম্বর

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে