Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ , ২২ শ্রাবণ ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (48 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-০৭-২০১৮

একই আসনে লড়াই করবেন দুই ভাই

একই আসনে লড়াই করবেন দুই ভাই

মানিকগঞ্জ, ০৭ ডিসেম্বর- পদ্মা-যমুনা নদী বেষ্টিত ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনে এবারের সংসদ নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীকে লড়বেন দুই ভাই। বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের এই আসনে দলের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির।

একই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে লড়বেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি।

এস এ জিন্নাহ কবির ও এ এম নাঈমুর রহমান দুর্জয় সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। নাঈমুর রহমান দুর্জয়ের বাবা প্রয়াত সায়েদুর রহমান বিএনপি প্রার্থী জিন্নাহর আপন মামা ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চূড়ান্ত প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবিরের নাম ঘোষণা করেন। এরপর থেকেই ভোটের মাঠে নতুন আলোচনা শুরু হয়েছে দুই ভাইয়ের দুই দল থেকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি।

প্রসঙ্গত, বরাবরই এ আসনে বিএনপির আধিপত্য। স্বাধীনতা পরবর্তী পাঁচবারের নির্বাচনে আসনটি নিজেদের দখলে রাখে দলটি। তবে সর্বশেষ দুটি নির্বাচনে আসনটিতে জয় পায় আওয়ামী লীগ।

এমএ/ ০৯:২২/ ০৭ ডিসেম্বর

মানিকগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে