Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ , ২০ চৈত্র ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (31 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১২-০২-২০১৮

নীলফামারীতে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নীলফামারীতে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নীলফামারী, ০২ ডিসেম্বর- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে দাখিলকৃত ৪৫ জন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাচাই শেষে ১৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের জমাকৃত মনোনয়ন পত্রে বিভিন্ন ত্রুটি থাকায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। বিকাল ৫টায় জেলা রির্টানিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

মনোনয়ন পত্র দাখিলকৃতদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ৫জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৯জন, জাতীয় পার্টি ৫জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) ১ জন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪ জন, কৃষক-শ্রমিক-জনতা লীগ ১ জন, গণফোরাম ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ১ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ২ জন, জমিয়তে ইলামায়ে ইসলাম বাংলাদেশ ১ জন ও স্বতন্ত্র ১৩ জন।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃতরা হলেন, এ আহমেদ বাকের বিল্লাহ মুন (বিএনপি বিদ্রোহী), আমিনুল হোসেন সরকার (আওয়ামীলীগ বিদ্রোহী), আব্দুর সাত্তার (জামায়াত ২০ দলীয় জোট) ও শাহ মখদুম আজম মাশরাফী (স্বতন্ত্র)।

সঠিক প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার (আওয়ামীলীগ), ড. হামিদা বানু শোভা (আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র), সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী (জাপা), রফিকুল ইসলাম চৌধুরী (বিএনপি), ন্যান্সী রহমান কবীর (বিএনপি), সিরাজুল ইসলাম (বিএনএফ), জেবেল রহমান গাণি (ন্যাপ), ইউনূছ আলী (বাসদ), সাইফুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মওলানা মঞ্জুরুল ইসলাম (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ)।

নীলফামারী-২ (সদর) আসনে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে ১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থী হলেন, এজানুর রহমান (স্বতন্ত্র)। সঠিক প্রার্থীরা হলেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (আওয়ামীলীগ), সামসুজ্জামান জামান (বিএনপি), মনিরুজ্জামান মন্টু (জামায়াত ২০ দলীয় জোট), আতাউর রহমান বাবু (কৃষক শ্রমিক জনতা লীগ), রাবেয়া বেগম (এনপিপি) ও জহুরুল ইসলাম (ইলামী আন্দোলন বাংলাদেশ)।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে ৬জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থী হলেন, আনসার আলী মিন্টু (আওয়ামীলীগ স্বতন্ত্র), আব্দুল ওয়াহেদ বাহাদুর (আওয়ামীলীগ স্বতন্ত্র), ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (বিএনপি), মোজাম্মেল হক (গণফ্রন্ট), ডা. বাদশা আলমগীর (জাপা স্বতন্ত্র) ও গোলাম পাশা এলিচ (জাসদ)। সঠিক প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা (আওয়ামীলীগ স্বতন্ত্র), সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের (জাপা), মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল (জাপা), আজিজুল ইসলাম (জামায়াত ২০ দলীয় জোট) ও আমজাদ হোসেন সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। এদের মধ্যে ৮জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থী হলেন, আখতার হোসেন বাদল (আওয়ামীলীগ), ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী (আওয়ামীলীগ), ফরহাদ হোসেন স¤্রাট (স্বতন্ত্র), আমেনা কহিনূর (আওয়ামীলীগ), বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ (স্বতন্ত্র), রশিদুল ইসলাম (স্বতন্ত্র), সাবেক সংসদ সদস্য সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার ভজে(বিএনপি) ও আমিনুল ইসলাম সরকার (আওয়ামীলীগ)। সঠিক প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী (জাপা), আহসান আদেলুর রহমান আদেল (জাপা), কণ্ঠ শিল্পী বেবী নাজনীন (বিএনপি), শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন) ও আব্দুল হাই সরকার (এনপিপি)।

এইচ/২০:৩৩/০২ ডিসেম্বর

নীলফামারী

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে