Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৮ আগস্ট, ২০১৯ , ৩ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (35 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১১-২৭-২০১৮

চাঁদপুর-৩ আসনে মনোনয়ন দাখিল করলেন ডা. দীপু মনি

চাঁদপুর-৩ আসনে মনোনয়ন দাখিল করলেন ডা. দীপু মনি

চাঁদপুর, ২৭ নভেম্বর- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলটির যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা খান নুর, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ প্রমুখ।

সোমবার চাঁদপুর-৫ আসনের (হাজীগঞ্জ-শাহরাস্তি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম দলীয় নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে চাঁদপুর-২ আসনের একজন এবং চাঁদপুর-৪ আসনের আরেকজন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন।

এর আগেও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আরও তিনজন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছিলেন। এছাড়াও চাঁদপুর-৫ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ, বাংলাদেশ ইসলামি ফ্রন্ট (এরশাদ জোট) প্রার্থী আবু সুফিয়ান খান আবেদী মনোনয়নপত্র দাখিল করেন।

সূত্র: যুগান্তর
এমএ/ ১১:২২/ ২৭ নভেম্বর

চাঁদপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে