Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ , ৭ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (35 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১১-০৩-২০১৮

ফের নৌকার মাঝি হতে চান হাবিবুন নাহার

আবু হোসাইন সুমন


ফের নৌকার মাঝি হতে চান হাবিবুন নাহার

বাগেরহাট, ০৩ নভেম্বর- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে আবারও নৌকার মনোনয়ন চান  বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহার। নির্বাচনকে কেন্দ্র করে গত ১০ বছরে মোংলা-রামপাল ছাড়াও দেশব্যাপী সরকারের উন্নয়ন কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরে দিনরাত গণসংযোগ, প্রচার ও সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন এ সংসদ সদস্য।

হাবিবুন নাহারের স্বামী খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক টানা তিনবার আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে এ আসনে নির্বাচিত হন। ২০০৮ সালে স্বামীর আসনে  নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন হাবিবুন নাহার। ২০১৪ সালেও নির্বাচিত হন তিনি। টানা দুইবার নির্বাচিত হওয়ায় এবারেও শক্ত অবস্থানে রয়েছেন এ সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের প্রার্থী জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ আবদুল ওয়াদুদকে ৩০ হাজার ৮৩৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন হাবিবুন নাহার। ২০১৪ সালে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এ এলাকার ব্যাপ সাধন উন্নয়ন করেছেন সংসদ সদস্য হাবিবুন নাহার। তাঁর সময়ে মোংলা বন্দরের বিশেষ উন্নয়ন সাধিত হয়।  এ ছাড়া জয়মনিরঘোল খাদ্যগুদাম স্থাপন, কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, খানজাহান আলী বিমানবন্দর ও ইপিজেডের বিভিন্নমুখী উন্নয়নে ভূমিকা রাখেন তিনি।

দুঃস্থদের জন্য ঘর নির্মাণ, এলাকার রাস্তাঘাটসহ স্কুল-কলেজের অবকাঠামোগত উন্নয়নেও সংসদ সদস্যের ভূমিকা স্মরণীয়। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ এ আসনে হাবিবুন নাহারকে নৌকার মনোনয়ন দেওয়া হলে আবার তিনি বিজয়ী হবেন বলে আশাবাদী মোংলা-রামপালের আওয়ামী নেতাকর্মীরা।

হাবিবুন নাহার ছাড়াও বাগেরহাট-৩ আসনে নৌকার মনোনয়ন পেতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চিত্রনায়ক শাকিল খান, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মো. আবু হানিফ ও ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান, অ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু ও আওয়ামী লীগ নেতা মো. ইকবাল লতিফ সোহেল।

এমএ/ ০২:২২/ ০৩ নভেম্বর

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে