Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ২৬ মে, ২০১৯ , ১২ জ্যৈষ্ঠ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (25 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১০-২৬-২০১৮

ইউটিউবে 'আউটসোর্সিং ও ভালবাসার গল্প'

ইউটিউবে 'আউটসোর্সিং ও ভালবাসার গল্প'

ঢাকা, ২৬ অক্টোবর- ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প ’ উপন্যাস অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিমার্ণ করা হয়েছে। এতে তিশা ও নিশো অভিনয় করছেন।

গল্পটিতে মাহবুব এক স্বাধীনচেতা যুবক। নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ছেলেটি শুধুমাত্র নিজের পরিশ্রম ও বুদ্ধিমত্তার জোরে সফলতা অর্জন করতে চান। সবাই যখন চাকরির পেছনে ছুটছে, মাহবুব তখন ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নেন।

সমাজ, এমনকি কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হয়। প্রেমিকা রাইসার সঙ্গে টানাপোড়েন। তবু নিজের কাজের প্রতি সম্মান ও একাগ্রতা নিয়ে সে এগোয়। মাহবুব কী পারবে এসব প্রতিকূলতা জয় করতে। এমনই এক গল্প নিয়ে রাহিতুল ইসলামের উপন্যাস অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প।’

গত ১৩ অক্টোবর ঢাকায় চলচ্চিত্রটির শুটিং হয়েছে। উপন্যাসের নামেই ছবির নাম রাখা হয়েছে। এর চিত্রনাট্যও করেছেন লেখক নিজে। গল্পে মাহবুব চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও রাইসা চরিত্রে তানজিন তিশা। চলচ্চিত্রটি তৈরি করেছেন মাবরুর রশীদ বান্নাহ্।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ‘তিশা বলেন, ‘এই কাজটি করে আমার খুবই ভালো লেগেছে। মাত্র দুটি দৃশ্যেই ছবির গল্প শেষ। কিন্তু তথ্যনির্ভর।’

ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে সত্বাধিকারি ধ্রুব গুহ বলেন, ‘আসলে এমন একটা গল্প আমাদের দেশের তরুণদেরকে স্বাবলম্বী হওয়ার পথ দেখাবে। বাংলাদেশকে বিশ্বের দুয়ারে তুলে ধরছে যারা তাদের নিয়ে এমন গল্প আসলেই প্রশংসিত। ফ্রিল্যান্সিং পেশার এই গল্পটি আমার কাছে দারুণ লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।’

আউটসোর্সিং ও ভালবাসার গল্প উপন্যাসের লেখক রাহিতুল ইসলাম বলেন, ‘ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে অনেক তরুণই নিজের ভাগ্য বদলেছেন। কিন্তু এ পেশার সামাজিক স্বীকৃতি নেই এখনো। অথচ সরকারি, বেসরকারি যে কোনো চাকরির চেয়ে আউটসোর্সিং পেশা হিসেবে ভালো। নিজের অনেকটা স্বাধীনতা রয়েছে। উপন্যাসটি কোনো কাল্পনিক গল্প নয়। এটি মাহবুব নামের একজন ফ্রিল্যান্সারের জীবন থেকে নেয়া। আশা করি সবার ভালো লাগবে।’

আউটসোর্সিং ও ভালবাসার গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধা ৬টায় ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।


তথ্যসূত্র: যুগান্তর
আরএস/ ২৬ অক্টোবর

নাটক

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে