Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০ , ৯ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (35 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১০-২৪-২০১৮

স্ব-দেখা স্বর্গ

এরশাদ জাহান


স্ব-দেখা স্বর্গ

ভালোবাসার অবজ্ঞা শিখিনি যে তাই--

প্রভু! তোমার সকল স্বর্গীয় উদ্যান,

সত্তুরটা সুন্দরী হুর, হাউজে কাওছার

নির্দ্বিধায় বলে যাই কিছুই চাই না

এর। এবং বাহারী ফুল ; ম-ম ঘ্রাণ...

তাও প্রত্যাখান করি। শুধু বলি শুনো

মৃত্যুর ওপারে যদি জীবন থেকেই

থাকে সে জীবনে যেন আমার চারপাশে

আদিগন্ত সুসবুজ ফসলের মাঠ

থাকে। হাত ও পা ছুঁড়ে ছুঁড়ে পৃথিবীর

শীর্ণ নদীগুলো তুলে কল কল ছন্দ....

যেহেতু, আমার দেহের প্রতিটি শিরা

ও উপশিরায় মিশে আছে বাংলাদেশ

নামক স্ব-দেখা স্বর্গ, নৈসর্গিক প্রেম।।

সূত্র: ইনকিলাব 

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে