Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ , ৭ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (95 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১০-১৫-২০১৮

জামালপুর সদরে আ’লীগের প্রস্তুতিমূলক সভায় হট্টগোল, এমপির বিরুদ্ধে বিক্ষোভ

জামালপুর সদরে আ’লীগের প্রস্তুতিমূলক সভায় হট্টগোল, এমপির বিরুদ্ধে বিক্ষোভ

জামালপুর, ১৫ অক্টোবর- জামালপুর সদরের ঝাউলা গোপালপুরে আওয়ামী লীগের প্রস্তুতিমূলক এক সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে।

শনিবার রাতে ঝাউলা গোপালপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। একপর্যায়ে ঝাউলা গোপালপুরের জনসভা স্থগিত করে জেলা আওয়ামী লীগ। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্লোগান দেন এমপি হীরার বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০ অক্টোবর জামালপুর সদরের ঝাউলা গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করার সিদ্ধান্ত নেয় সদর উপজেলা আওয়ামী লীগ।

জনসভা সফল করতে শনিবার রাতে ঝাউলা গোপালপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে প্রস্ততিমূলক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, আবদুল্লাহ আল আমীন চাঁন, দফতর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য অধ্যক্ষ আবদুল হামিদ, সদস্য রেজাউল করিম রেজনু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনসহ ঘোড়াধাপ, বাঁশচড়া, নরুন্দি, ইটাইল ও রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা। সভার শুরুতেই সভাস্থলের বাইরে আওয়ামী লীগের উপস্থিত নেতাকর্মীরা এমপি হীরার বিরুদ্ধে স্লোগান দেন।

সভা চলাকালে স্থানীয় নেতাকর্মীরা হট্টগোল শুরু করে। চরম হট্টগোলের একপর্যায়ে জেলা সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী ২০ অক্টোবর ঝাউলা গোপালপুরের জনসভা স্থগিত ঘোষণা করে সভাস্থল ত্যাগ করেন।

সদর উপজেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজক হলেও প্রস্তুতিমূলক সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান অনুপস্থিত ছিলেন। জেলা দফতর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু সাংবাদিকদের জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০ অক্টোবর ঝাউলা গোপালপুরের জনসভা স্থগিত করা হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর
এমইউ/১১:১০/১৫ অক্টোবর

জামালপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে