Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.7/5 (6 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ১০-০৭-২০১৮

ওপারে অপেক্ষা করছে ২৫০ জন জঙ্গি, সীমান্তে ভারতীয় সেনার কড়া পাহাড়া

ওপারে অপেক্ষা করছে ২৫০ জন জঙ্গি, সীমান্তে ভারতীয় সেনার কড়া পাহাড়া

নয়া দিল্লি, ০৭ অক্টোবর- নবরাত্রি চলছে। আসছে দুর্গাপুজোও। সঙ্গে আসছে শীতকালও। এই উৎসব ও ঋতুর কোলাজকে কাজে লাগিয়ে ভারতে ঢুকতে চায় পাক জঙ্গিরা। সেই প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। সীমান্তের ওপারে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে অপেক্ষায় ২৫০ পাক জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরে অপেক্ষারত এই জঙ্গিদের নিয়ে এখন মাথায় চিন্তার ঘাম ভারতীয় সেনার। সেনাবাহিনী সূত্রে খবর, প্রায় ২৫০ জন পাক মদতপুষ্ট জঙ্গি সীমান্ত লাগোয়া অঞ্চলে লুকিয়ে রয়েছে। সুযোগ বুঝে ভারতে ঢোকার ছক কষছে তারা। তবে আপাতত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার কড়া পাহাড়ায় এদেশে অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে না।

ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল একে ভাট বলেন, ‘‌পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন সন্ত্রাসবাদী লঞ্চ প্যাডে অপেক্ষা করছে প্রায় ২৫০ জন জঙ্গি। তবে আমাদের সেনা তাদের রুখে দেওয়ার জন্য তৈরি রয়েছে। সামনের এক–দু’‌মাসের মধ্যে তুষারপাত শুরু হবে। সেই সময় দৃশ্যমানতা কম থাকে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে জঙ্গিরা এদেশে ঢোকার ছক কষছে। সেনার প্রতিটি জওয়ানকে সতর্ক করা হয়েছে।’‌

সিআরপিএফ এবং জম্মু–কাশ্মীর পুলিসের সঙ্গে একাধিক বৈঠক করেছে ভারতীয় সেনা। জেনারেল ভাট বলেন, ‘‌লোকসভা নির্বাচনের আগে বড় ধরণের নাশকতার ছক কষতে পারে জঙ্গি সংগঠনগুলি। তাই সেনাবাহিনী এবং পুলিসে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। উত্তর কাশ্মীরের মানুষ জঙ্গিদমনে সেনার সঙ্গে সর্বোতভাবে সাহায্য করেছে। তবে দক্ষিণ কাশ্মীরে এখনও অশান্তি রয়েছে।’‌

তথ্যসূত্র: আজকাল
একে/০৯:৪৩/০৭ অক্টোবর

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে