Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২১ আগস্ট, ২০১৯ , ৬ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ১০-০৭-২০১৮

বানর দিয়ে বাস চালানোয় বরখাস্ত চালক!

বানর দিয়ে বাস চালানোয় বরখাস্ত চালক!

বানর দিয়ে বাস চালানোয় ভারতের এক চালককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া ওই চালকের নাম এম প্রকাশ। বিবিসি এক প্রতিবেদনে জানায়, দেশটির কর্ণাটকে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, বাসটিতে ওই সময় ৩০ জন যাত্রী ছিল। কিন্তু তারা কেউই চালকের বিরুদ্ধে অভিযোগ করেনি। তারপরও চালক বরখাস্ত হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে।

বানর দিয়ে বাস চালানোর সময় কেউ একজন সেটা ভিডিও করে। তারপর পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হওয়া ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসার পর ওই বাস চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, বানরকে বাস চালাতে দেওয়ার মাধ্যমে যাত্রীদের ঝুঁকিতে ফেলা যাবে না।

অবশ্য চালককে বরখাস্ত করার সিদ্ধান্ত মেনে নিতে পারছে না অঞ্চলটির সাধারণ মানুষ। তারা বলছে, এই ঘটনায় চালককে এত বড় শাস্তি দেওয়া উচিত হয়নি।

এ সম্পর্কে পরাগ হুদা নামের একজন টুইটার পোস্টে লেখেন, কেন বরখাস্ত করা হলো? তাকে সতর্ক করে দেওয়া যেত যেন পরবর্তীতে এমনটি না করে।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বাস চালিয়ে বানরটি শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছিল। এ বিষয়টি কর্ণাটকের বাসিন্দাদের বেশ আনন্দ দিয়েছে।

এমএ/ ১২:৩৩/ ০৭ অক্টোবর

বিচিত্রতা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে