Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (12 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-১৪-২০১৮

চোখের সামনে প্রেমিকাকে গণধর্ষণ, শোকে প্রেমিকের আত্মহত্যা

চোখের সামনে প্রেমিকাকে গণধর্ষণ, শোকে প্রেমিকের আত্মহত্যা

ছত্তিশগড়, ১৪ সেপ্টেম্বর- প্রেমিকাকে গণধর্ষণের শিকার হতে দেখে আত্মহত্যা করল ২১ বছরের এক তরুণ৷ পশ্চিমবঙ্গ রাজ্যের ছত্তিশগড়ের কোরবা এলাকায় ঘটেছে এই ঘটনা৷ মৃত সেই তরুণের নাম সাওয়ন সাই৷ 

১৭ বছর বয়সী নির্যাতিতা জানিয়েছে, অভিযুক্ত দুজনের নাম ঈশ্বর দাস (২২) এবং খেম কানওয়ার (২১)৷ গত বুধবার গণধর্ষণের অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করেছে৷

সেই নাবালিকা পুলিশকে জানায়, গত ১ সেপ্টেম্বর সাওয়ানের সঙ্গে সে যখন স্কুলের কাছেই দাঁড়িয়েছিল তখনই সেই দুজন এসে প্রেমিকের সামনেই তাকে ধর্ষণ করে৷ পরের দিন সাওয়ন জানতে পারে অভিযুক্তেরা এই ঘটনার কথা নিজেরাই গ্রামের অনেককে বলেছে৷ এসব সহ্য করতে না পেরেই আত্মহত্যা করে সাওয়ন৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঈশ্বর দাস এবং খেম কানওয়ারকে গ্রেফতার করে পুলিশ৷

তথ্যসূত্র: বিডি প্রতিদিন
আরএস/ ১৪ সেপ্টেম্বর

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে