Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.1/5 (7 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-১৪-২০১৮

অর্জুন কাপুর ‘যৌন হেনস্থাকারী’, জল্পনা সোশ্যাল মিডিয়ায়!

অর্জুন কাপুর ‘যৌন হেনস্থাকারী’, জল্পনা সোশ্যাল মিডিয়ায়!

মুম্বাই, ১৪ সেপ্টেম্বর- অর্জুন কাপুর এবং পরিনীতি চোপড়ার বন্ধুত্বের ছোঁয়া দর্শক তাদের ছবিতেও দেখতে পায়৷ ‘ইশকজাদে’ থেকে শুরু করে ‘নামাস্তে ইংল্যান্ড’ অর্জুন-পরির রসায়ন যেন দিন দিন আরও  আরও বেড়েই চলেছে৷ 

আসন্ন ছবি ‘নামাস্তে ইংল্যান্ডে’র ট্রেলার মুক্তি পেতেই সকলে সেই ‘ইশকজাদে’র ছোঁয়া পেয়েছেন৷ ছবির রোম্যান্টির ট্র্যাক ‘তেরে লিয়ে’র মুক্তি জন্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন পরিনীতি৷ যেখানে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন অর্জুন এবং পরিনীতি৷

ছবিটি স্বাভাবিক হলেও একজন নেটিজেন এতে যৌনতার গন্ধ পেয়েছেন৷ পরিনীতির পোস্টের কমেন্ট সেকশনে লিখেছেন, ‘আমার কী একারই মনে হচ্ছে যে ভিডিওতে অর্জুন কাপুরকে যৌন হেনস্থাকারীর মতো দেখতে লাগছে? নাকি সবাই তাই ভাবছে?’ এই মন্তব্যের পরই বিতর্ক সৃষ্টি হয় ট্যুইটারে৷ 

অর্জুন কাপুর প্রথমদিকে কমেন্টটি খেয়াল না করলেও পরে চোখে পড়েছে তার৷ চোখে পড়তেই চুপ থাকেননি তিনি৷ সরাসরি উত্তর দিয়েছেন সেই ব্যক্তিকে৷ “এই ধরণের শব্দ যখন এত লাইটলি ব্যবহার করা হয়, তখনই বোঝা যায় যে মানুষের সাধারণ বিচার বিবেচনাও হারিয়ে গিয়েছে৷”

অর্জুনের এই কমেন্টের পরই সেই ব্যক্তির কমেন্টটিতে স্প্যাম রিপোর্ট করতেই কমেন্টটি ডিলিট করে দেওয়া হয়৷ সেই ব্যক্তির হয়ে অর্জুনের অসংখ্য ভক্তরা লিখেছেন, “তার হয়ে আমি ক্ষমা চাইছি৷ আপনি একদিক দিয়ে আমাদের জন্য সময় বের করে #AskArjun শুরু করছেন আর অন্যদিকে আপনাকে এ ধরণের কটূক্তির শিকার হতে হচ্ছে৷ আমার সত্যি খুব খারাপ লাগছে৷” 

আরেকজন লিখেছেন, “যে কেউ কিছু একটা লিখে দিলেই অর্জুন সেটা হয়ে যাবে না৷ কিন্তু যে লিখছে সে তার চরিত্রের পরিচয় দিচ্ছে৷”

এর মাঝেই হঠাৎ করে সেই ব্যক্তি এসে লিখতে শুরু করে, “এটা কী হচ্ছে? আমি একটু ঠাট্টা করছিলাম৷ কফি খেতে গিয়েছিলাম সেই ‘মোলেস্টার’ কমেন্টটা করে, তারই মধ্যে দেখছি আমার ট্যুইটারে একের পর এক বিস্ফোড়ন হচ্ছে৷ আমি শুধু অর্জুনের এক্সেপ্রেশনের কথা বলেছিবলাম৷ একটু মাথা ঠান্ডা করো সবাই৷ বহু অভিনেতা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন৷ তাই বলে কী তাদের বাস্তব জীবনে ভিলেন বলা হবে? না নিশ্চই৷ আজকাল সবাই খুব দ্রুত বিরক্ত হয়ে যায়৷”

তথ্যসূত্র: বিডি প্রতিদিন
আরএস/ ১৪ সেপ্টেম্বর

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে