Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-১২-২০১৮

অ্যান্ডারসনকে ৬০০ উইকেট শিকারের চ্যালেঞ্জ দিলেন ম্যাকগ্রা

অ্যান্ডারসনকে ৬০০ উইকেট শিকারের চ্যালেঞ্জ দিলেন ম্যাকগ্রা

এত দিন পেস বোলারদের মধ্যে টেস্টে উইকেট শিকারে বিশ্বে নাম্বার ওয়ান ছিলেন গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ান এ কিংবদন্তিকে ছাড়িয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

সাম্প্রতিক সময়ে অসাধারণ খেলে যাচ্ছেন ইংলিশ পেস বোলার জেমস অ্যান্ডারসন। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২৪টি উইকেট শিকার করেছেন এই গতির দানব।

ভারতের বিপক্ষে গতির ঝড় তুলে দেয়া ইংলিশ এ পেসার ওভালে সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতে শিখর ধাওয়ান এবং চেতেশ্বর পুজারার উইকেট তুলে নিয়ে গ্লেন ম্যাকগ্রাকে স্পর্শ করেন।

মঙ্গলবার ইনিংসের শেষ মুহূর্তে ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ সামিকে আউট করার মধ্য দিয়ে গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েন জেমস অ্যান্ডারসন।

ক্রিকেট ইতিহাসে পেস বোলারদের মধ্যে টেস্টে গ্লেন ম্যাকগ্রা শিকার করেছেন ৫৬৩ উইকেট। সাবেক এই অস্ট্রেলিয়ান তারকাকে ছাড়িয়ে টেস্টে নতুন ইতিহাস রচনা করেছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

কিংবদন্তি ম্যাকগ্রা ১২৪ টেস্ট খেলে যে উইকেট শিকার করেছেন, তার চেয়ে এক উইকেট বেশি শিকার করতে অ্যান্ডারসন খেলেন ১৪৩ টেস্ট ম্যাচ।

ম্যাকগ্রা ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৭৬ ম্যাচ খেলে পেস বোলার হিসেবে সর্বোচ্চ ৯৪৯টি উইকেট শিকার করেছেন। অন্যদিকে তিন ফরম্যাটে ৩৫৫ ম্যাচ খেলা জেমস অ্যান্ডারসন শিকার করেন ৮৫১ উইকেট।

৫৬৩ উইকেট শিকারের পর অ্যান্ডারসনকে আগেই অভিনন্দন জানিয়েছিলেন গ্লেন ম্যাকগ্রা। এবার তার রেকর্ড ভেঙে জেমস অ্যান্ডারসন বিশ্ব রেকর্ড গড়ার পর ম্যাকগ্রা বলেন, অ্যান্ডারসনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।দীর্ঘ সময় ধরেই ও বিশ্বমানের পারফরম্যন্স দিয়ে আসছে। দিনের পর দিন ওর পারফরম্যান্সে উন্নতি হয়েছে এবং শীর্ষে উঠে এসেছে। অ্যান্ডারসন ৬০০ উইকেট শিকার করতে পারলে সেটাও হবে অবিশ্বাস্য সাফল্য।

তথ্যসূত্র: যুগান্তর
এইচ/২২:৪২/১২ সেপ্টেম্বর

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে