Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.3/5 (19 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-১২-২০১৮

ফাঁস হলো সস্তা আইফোনের ছবি 

ফাঁস হলো সস্তা আইফোনের ছবি 

আজ (১২ সেপ্টেম্বর) রাত ১১টায় পর্দা উঠতে যাচ্ছে টেক জায়ান্ট অ্যাপলের ইভেন্টের। এই ইভেন্ট থেকেই নতুন পণ্যের ঘোষণা আসবে। এরই মধ্যে আবারও অনলাইনে ফাঁস হয়েছে আইফোনের নানা তথ্য।

এবার জানা গেছে, সাশ্রয়ী দামে প্লাস্টিক বডির একটি আইফোন আনবে প্রতিষ্ঠানটি। ফোনের তথ্য ফাঁসকারী হিসেবে পরিচিত বেন গেসকিন সম্প্রতি প্লাস্টিক বডিযুক্ত একটি আইফোনের ছবি প্রকাশ করেন টুইটারে। ছবিতে দেখা যায়, ডিভাইসটির পেছনে বাম পাশে রয়েছে একটি ক্যামেরা ও নিচে রয়েছে ফ্ল্যাশ।

এ সংস্করণটি লাল, সাদা, নীল ও গোলাপি রঙে পাওয়া যাবে। আইফোনের এ সংস্করণটিতে থাকতে পারে ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে। ডিভাইসটির নাম হতে পারে আইফোন ১০সি। তবে ডিভাইসটিতে কনফিগারেশন কী থাকবে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আইফোন ১০সি ছাড়াও নতুন দুটি আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, স্মার্টওয়াচের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। ২০১৩ সালে অ্যাপল প্লাস্টিক বডির আইফোন ৫সি বাজারে এনেছিল। তবে তা বাজারে খুব বেশি জনপ্রিয়তা পায়নি। এখন দেখার বিষয় হল, অ্যাপলের নতুন এই ফোন কতটা জনপ্রিয়তা পায়।

তথ্যসূত্র: যুগান্তর
এইচ/২২:২২/১২ সেপ্টেম্বর

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে