নীলফামারী, ১২ সেপ্টেম্বর- গত ৮ সেপ্টেম্বর ট্রেনযোগে ঢাকা থেকে নেতাদের নিয়ে উত্তরাঞ্চল সফরে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রীর আগমন উপলক্ষে উত্তরবঙ্গের অন্যান্য রেলস্টেশনের মতো নীলফামারীর সৈয়দপুর স্টেশনটিও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের যাত্রী ছাউনিতে লাগানো হয় ১০টি নতুন সিলিং ফ্যানও। এতে কষ্ট লাঘব হয়েছিল স্টেশনে অপেক্ষারত ট্রেনযাত্রীদের। কিন্তু মন্ত্রী চলে যাওয়ার কয়েক ঘণ্টা পরই ফেনগুলো খুলে নেয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
গত রোববার বিকেলের এ ঘটনায় ট্রেনযাত্রীরা প্রশ্ন তুলেছে ‘তাহলে মন্ত্রীকে দেখানোর জন্যই কি প্লাটফর্মে বৈদ্যুতিক পাখাগুলো লাগানো হয়েছিল?’
সরেজমিনে সৈয়দপুর স্টেশনে গিয়ে দেখা যায়, প্লাটফর্মের সিলিং ফ্যানগুলো নেই। এ নিয়ে কথা হলে স্টেশনে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রেনযাত্রী আক্ষেপ করে বলেন, যাত্রীদের কষ্ট লাঘবে নয়, ফ্যানগুলো লাগানো হয়েছিল মন্ত্রীকে দেখাতে, খুশি করতে।
নীলফামারীর সৈয়দপুরে সম্প্রতি অত্যাধুনিক রেলস্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু প্লাটফর্মে ছিল না বৈদ্যুতিক পাখা। তাই সাধারণ যাত্রীরা গরমের মধ্যে স্টেশনের প্লাটফর্মে বসে কিংবা দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায় থেকে কষ্ট করে আসছিল। এ অবস্থায় সৈয়দপুরের স্টেশন মাস্টার বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তারা কর্ণপাত করেননি। কিন্তু মন্ত্রীর ট্রেনযাত্রাকে সামনে রেখে গত ৫ সেপ্টেম্বর স্টেশনের প্লাটফর্মের যাত্রী ছাউনিতে ১০টি বৈদ্যুতিক পাখা লাগানো হয়।
এ ব্যাপারে সিনিয়র স্টেশন মাস্টার মো. শওকত আলী বলেন, ‘রেলওয়ে বিদ্যুৎ বিভাগের কাছ থেকে আমি ফ্যানগুলো কাগজে-কলমে বুঝে নিই। অথচ পরে আমাকে না জানিয়ে ফ্যানগুলো আবার খুলে নিয়ে যাওয়া হয়েছে।’
তথ্যসূত্র: জাগো নিউজ২৪
আরএস/ ১২ সেপ্টেম্বর