Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.2/5 (11 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-১২-২০১৮

নির্বাচন নিয়ে কথা বলতে জাতিসংঘে যাচ্ছে বিএনপি

নির্বাচন নিয়ে কথা বলতে জাতিসংঘে যাচ্ছে বিএনপি

ঢাকা, ১২ সেপ্টেম্বর- একাদশ জাতীয় নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে শীঘ্রই জাতিসংঘে যাচ্ছে বিএনপি'র একটি প্রতিনিধি দল। এরই মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গোতেরেস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। 

সম্প্রতি বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মাধ্যমে এ আমন্ত্রণপত্র পাঠানো হয় বলে বিএনপি'র নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানিয়েছে। 

জানা যায়, বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি ও কূটনীতি সংশ্লিষ্ট কয়েকজন নেতা শীঘ্রই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন। জাতিসংঘ মহাসচিবের কাছে একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সুপারিশমালা তুলে ধরবেন। 

একই সঙ্গে বিএনপিসহ বিরোধী দল-মতের ওপর ‘সরকারের দমনপীড়নের’ চিত্রও তুলে ধরবেন। বিগত তিন সিটি নির্বাচন, গুম, খুনসহ রিমান্ডে নিয়ে নির্যাতনের চিত্রসহ সমসাময়িক পরিস্থিতির একটি সচিত্র প্রতিবেদনও জাতিসংঘ মহাসচিবকে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। 

তথ্যসূত্র: বিডি প্রতিদিন

আরএস/ ১২ সেপ্টেম্বর

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে