Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.2/5 (13 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-১২-২০১৮

পাকিস্তানের অর্থনীতি টেনে তুলতে মহিষ বিক্রির সিদ্ধান্ত ইমরানের!

পাকিস্তানের অর্থনীতি টেনে তুলতে মহিষ বিক্রির সিদ্ধান্ত ইমরানের!

ইসলামাবাদ, ১২ সেপ্টেম্বর- প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা সব গাড়ি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। দেনার দায়গ্রস্ত পাকিস্তানের অর্থনীতির হাল ফেরাতে এমন অনেক কিছুই করছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হল মহিষ বিক্রির সিদ্ধান্ত। 

ইমরান ঘনিষ্ঠ তেহরিক-ই-ইনসাফের এক নেতা জানিয়েছেন, নওয়াজ শরিফের আমলে পাক প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল আটটি মহিষ। সেগুলিও নিলামে তোলার চিন্তাভাবনা করছেন ইমরান। আগামী ১৭ সেপ্টেম্বর নিলামে উঠবে ৮০টি বিলাসবহুল গাড়ি। এরপরই হেলিকপ্টার ও মহিষগুলি বিক্রি করা হবে বলে জানা গেছে।

এর আগে সেই বাসভবনের বিলাসবহুল গাড়িগুলি বিক্রির কথা আগেই জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রীর এক সহকারী নইম-উল-হক। তিনি জানান, প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা গাড়িগুলি নিলামে বিক্রি করে দেওয়া হবে। সেইসঙ্গে চারটি হেলিকপ্টারও বিক্রি করা হবে, যেগুলি ক্যাবিনেট ডিভিশনে পড়ে রয়েছে।

তথ্যসূত্র: বিডি২৪লাইভ
আরএস/ ১২ সেপ্টেম্বর

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে