Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-১০-২০১৮

বিয়ের আগে ব্যাচেলর পার্টি দিলেন রণবীর-দীপিকা!

বিয়ের আগে ব্যাচেলর পার্টি দিলেন রণবীর-দীপিকা!

ফ্লোরিডা, ১০ সেপ্টেম্বর- হাতে আর বেশি সময় নেই। আর মাত্র দু'মাস। আগামী ২০ নভেম্বর ইতালির লেক কোমো রণবীর সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন দীপিকা। দেশে যখন ফিরবেন, তখন তিনি আর শুধুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন থাকবেন না। তার নামের সঙ্গে যুক্ত হবে রণবীরের  পরিচয়ও। 

বলিউডে সবেচেয়ে বেশি আলোচিত 'কাপল' রণবীর-দীপিকাকে নিয়ে আলোচনা চলছেই।  আলোচনা চলছে দীপিকার সাজগোজ, গয়না, তার বিয়েতে আমন্ত্রিতদের তালিকা নিয়েও। যদিও রণবীর-দীপিকা এখনও কোনো কথা বলছেন না। শোনা যাচ্ছে রণবীর-দীপিকা নাকি চুপি চুপি ব্যাচেলর পার্টিও সেরে ফেলেছেন।

ফ্লোরিডার অরল্যান্ডো শহরে তাদের এক সঙ্গে দেখা। বলিউডের জনপ্রিয় এই কাপল নাকি বিয়ের আগে ব্যাচেলর পার্টি করতেই সেখানে পৌঁছেছিলেন।

এদিকে কিছুদিন আগেই দীপিকা সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে তার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানান, আপনারা খুব শিগগিরই সবকিছু জানতে পারবেন।

প্রসঙ্গত, রণবীর-দীপিকার সম্পর্কের শুরু সেই ২০১১ থেকে। দীর্ঘ কয়েক বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলছেন তারা। জি-নিউজ


তথ্যসূত্র: বিডি প্রতিদিন
আরএস/ ১০ সেপ্টেম্বর

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে