Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-০৯-২০১৮

আমার সব দোষ: শহীদুল

আমার সব দোষ: শহীদুল

ঢাকা, ০৯ সেপ্টেম্বর- বেশ দূর থেকে বিমল ঘারতি মাগার নিলেন ফ্রি কিক। বল ভেসে এলো গোলপোস্ট বরাবর। খুব সহজেই সেটা প্রতিহত করতে পারতেন বাংলাদেশের গোলরক্ষক শহীদুল আলম সোহেল, কিন্তু হলো না। তার দুর্বল বাধা পেরিয়ে বল ঠিকই খুঁজে নিল জাল। তাতেই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বপ্নের অপমৃত্যু ঘটল। এর জন্য নিজেকেই দুষছেন শহীদুল।

প্রথম গোলের পর নেপালের বিপক্ষে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। টানা দুই জয়ের পর গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে হেরে আবারও গ্রুপে বিদায় নিতে হলো বাংলাদেশকে।

হাস্যকর ভুলের দায় নিজের কাঁধে নিলেও শহীদুল বললেন ফ্লাডলাইটের কারণে ঠিকমতো বল দেখতে পাননি। অবশ্য এমন ভুল আগেও করেছেন বাংলাদেশের এই গোলরক্ষক। ৭ বছর আগে সাফে নেপালের বিপক্ষেই বলের ফ্লাইট মিস করেছিলেন। তাছাড়া এই সাফের আগে নীলফামারীতে একমাত্র প্রীতি ম্যাচেও শ্রীলঙ্কার কাছে গোল খাওয়ার পেছনেও ছিল তার ব্যর্থতা।

শনিবার নেপালের কাছে হারের দরজা খুলেছিল শহীদুলের ভুলে। এমনটা কেমন করে হলো সেই ব্যাখ্যা সাংবাদিকদের কাছে দিলেন তিনি রবিবার, ‘কি বলব, কোনও ভাষা নেই। সত্যি কথা বলতে বলটা এসেছিল ফ্লাডলাইটের আলো বরাবর, আমি বলটা ঠিকমতো দেখতে পাইনি। না দেখেই হাত বাড়িয়েছি। আসলে দোষটা আমার, অন্য কারও নয়। আমি খারাপ খেলেছি, আমার জন্যই গোল হয়েছে।’

এমন ভুল আগেও হয়েছে মনে করিয়ে দিতেই শহীদুলের উত্তর, ‘হয়তো ভুল করে ফেলি, কিন্তু মাঠে নামি আত্মবিশ্বাস নিয়েই। নীলফামারীতে শ্রীলঙ্কার ম্যাচে আমারই ভুল ছিল। পজিশনে ঠিকমতো ছিলাম না।’

আক্ষেপে পুড়ছেন শহীদুল, ‘এবার সাফে আমাদের দল ভালো ছিল। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল ছিল। গ্রুপের শেষ ম্যাচে আমার ভুলেই সেমিফাইনাল যেতে পারলাম না আমরা। আমি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমার একটা ভুলের কারণে দলকে হারতে হলো।’

নিজের ভুলের কারণে ক্ষমাও চাইলেন শহীদুল, ‘আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। এত দর্শক আগে কখনও দেখিনি, তারা সবাই প্রত্যাশা নিয়ে এসেছিল যে আমরা সেমিফাইনালে যাব। কিন্তু আমার জন্য সেটা হলো না।’

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
এইচ/২২:০২/০৯ সেপ্টেম্বর

ফুটবল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে