Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.6/5 (19 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-০৮-২০১৮

নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা, ৪ জন আটক

নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা, ৪ জন আটক

নারায়ণগঞ্জ, ০৮ সেপ্টেম্বর- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সমাবেশ থেকে বিএনপির চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দেয় পুলিশ।

এদিকে সকালে বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জড়ো হতে থাকেন। তবে নেতাকর্মীরা সমাবেশ শুরুর আগেই পুলিশ এসে বাধা দেয়।

এ সময় নেতাকর্মীরা স্লোগান দিতে গেলে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এরপরও নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশ হাসান, আফজাল, হাবিবুর রহমান ও মনিরুল ইসরাম নামে চার কর্মীকে আটক করে।

মহানগর বিএনপির সহসভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচি পালন করতে গেলে পুলিশ এসে আমাদের বাধা দেয়। আর আমরা মিছিল করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, বিএনপি নেতাকর্মীরা শহরে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করে মিছিল করতে গেলে বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ সময় বিএনপির চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তথ্যসূত্র: জাগোনিউজ২৪
এনওবি/১৪:৫৩/০৮ সেপ্টেম্বর

নারায়নগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে