Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.2/5 (11 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-০৬-২০১৮

যুক্তরাষ্ট্রে ব্যাংকে গুলিবর্ষণ, বন্ধুকধারীসহ নিহত চার জন

যুক্তরাষ্ট্রে ব্যাংকে গুলিবর্ষণ, বন্ধুকধারীসহ নিহত চার জন

ওয়াশিংটন ডিসি, ০৬ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের সিনসিনাটি শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। বন্দুকধারীর গুলিতে তিন জন নিহত হয়েছেন। বন্দুকধারী নিজেও গুলিবিদ্ধ অবস্থায় প্রাণ হারায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুই জন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে না কি নিজেই নিজেকে গুলি করেছে সে বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি সিনসিনাটি পুলিশ প্রধান ইলিয়ট আইজ্যাক।

বৃহস্পতিবার সকাল ৯টায় এই ঘটনা ঘটেছে সিনসিনাটির ব্যস্ততম এলাকাগুলোর একটি ফাউন্টেন স্কয়ারে। সেখানে অবস্থিত ব্যাংক ভবনের লোডিং ডক এলাকায় প্রবেশ করে বন্দুকধারী। সেখান থেকে ব্যাংকের মূল ভবনে ঢোকার চেষ্টাকারী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা তাকে বাধা দেন। প্রত্যক্ষদর্শী জেমস ওয়াকার জানিয়েছেন, ‘আমি আটটি গুলির শব্দ শুনেছি। আমি তখন হাঁটু গেড়ে বসে পড়েছিলাম। পরে দেখলাম আরও পুলিশ ঘটনাস্থলে আসতে শুরু করেছে।’

এ ঘটনায় কোনও পুলিশ সদস্য আহত হননি। গুলিবিদ্ধদের একজন ঘটনাস্থলেই মারা গেছেন। সিনসিনাটি মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা আহত অবস্থায় তিনজন পুরুষ ও একজন নারীকে গ্রহণ করেছে। এদের দুইজন মারা গেছেন। দুই জনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। হ্যামিল্টন কাউন্টি শেরিফের পক্ষ থেকে জানানো হয়েছে, ওহিোর বাসিন্দা ওই বন্দুকধারীর বাড়ির খোঁজ নেওয়া হচ্ছে। তবে তারা বন্দুকধারীর নাম প্রকাশ করতে রাজি হননি।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
এইচ/২৩:০৯/০৬ সেপ্টেম্বর

উত্তর আমেরিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে