Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-০৬-২০১৮

৩৯তম বিসিএসের ফল প্রকাশ

৩৯তম বিসিএসের ফল প্রকাশ

ঢাকা, ০৬ সেপ্টেম্বর- স্বাস্থ্য ক্যাডারে ৩৯তম বিশেষ বিসিএস’র ফল প্রকাশ করা হয়েছে। ঘোষিত ফলাফলে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১  জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির বিশেষ সভায় লিখিত পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়। 

বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েব সাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন। ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাবে।

যেকোন মোবাইল হতে এসএমএস করেও ফলাফল জানা যাবে। মোবাইলে ফল জানতে PSC39Registration Number লিখে ১৬২২২ তে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেয়া হবে।

মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত মাসের ৩ আগস্ট ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার ৩২টি কেন্দ্রে বিশেষ এ বিসিএস পরীক্ষা নেওয়া হয়। প্রায় ৩৭ হাজার ৫৮৩ চাকরিপ্রত্যাশী অংশ নেন।

এ বিশেষ বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে।

এমএ/ ০৭:০০/ ০৬ সেপ্টেম্বর 

শিক্ষা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে