Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (20 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-০৫-২০১৮

কলকাতায় ব্রিজ ধস, একাধিক মৃত্যুর আশঙ্কা

কলকাতায় ব্রিজ ধস, একাধিক মৃত্যুর আশঙ্কা

কলকাতা, ০৫ সেপ্টেম্বর- কলকাতায় মাঝেরহাট ব্রিজ ধসে পড়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ধসে পড়ে দক্ষিণ শহরতলির এই গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত সেতুটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রাথমিকভাবে সাত জনের আহত হওয়ার খবর জানানো হয়েছে। দুর্ঘটনার সময় সেতুর ওপর অনেক যানবাহন ছিল। এই ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পর দেখা যায়, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশি কিছু রক্তাক্ত দেহ এবং ভাঙা গাড়ি।

উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ প্রবল আওয়াজে সেতুর মাঝের অংশ ভেঙে পড়ে। এতে সেতুর ওপরে যানবাহনগুলি ছিটকে পড়ে। বাস এবং বিভিন্ন গাড়ি-বাইকের আরোহীরা গুরুতর আহত হন।

সেতু ধসের ঘটনায় ব্রিজের নিচেও কেউ চাপা পড়ে রয়েছেন কি না তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছান পুলিশের কর্মকর্তারা এবং উদ্ধারকারী দল। উদ্ধারকাজে স্থানীয়রা সাহায্য করেছেন।

এর আগে আড়াই বছর আগে পোস্তায় ভেঙে পড়েছিল সেতু। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ২৭ জনের। আহত হয়েছিলেন অন্তত ৮০ জন।

তথ্যসূত্র: প্রতিনের সংবাদ
এইচ/১২:২৬/০৫ সেপ্টেম্বর

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে