Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-০২-২০১৮

বৃহস্পতিতে পাওয়া গেলো পানির সন্ধান

বৃহস্পতিতে পাওয়া গেলো পানির সন্ধান

বৃহস্পতি গ্রহে পানির সন্ধান পাওয়া গেলে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা বৃহস্পতিতে পানির সন্ধান পেয়েছে। 

নাসা জানিয়েছে, বৃহস্পতির গ্রেট রেড স্পটে ৩৫০ বছরের বেশি সময় ধরে একটি ঘুর্ণিঝড় চলছে। আর এই ঝড়ের ওপরে থাকা মেঘেই পানির সন্ধান পাওয়া গেছে। 

পদার্থবিজ্ঞানী গর্ডন বিজোরকারের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড থেকে টেলিস্কোপের মাধ্যমে বিজ্ঞানীরা বৃহষ্পতির এই গ্রেট রেড স্পট নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন। সেখানে তাপ বিকিরণ খোঁজার সময় হঠাৎ টেলিস্কোপে পানির কণার তরঙ্গ দৈর্ঘ্যের সন্ধান পান বিজ্ঞানীরা।

বৃহস্ততিতে পানির সঙ্গে কার্বোন মোনো–অক্সাইডের সন্ধানও পাওয়া গিয়েছে। তার থেকেই মনে করা হচ্ছে বৃহস্পতিতে সূর্যের থেকে ছয় থেকে নয় গুণ বেশি অক্সিজেন রয়েছে।

অনেকদিন ধরেই খাতায় কলমে বৃহস্পতিতে পানির অস্তিত্ব থাকার কথা বলে আসছিলেন বিজ্ঞানীরা। এবার তা বাস্তবে প্রমাণ হল। 
বৃহস্পতির উপগ্রহের অনেকগুলিতেই বরফ পাওয়া গেছে। তাই বৃহস্পতিতে পানি খুঁজে পাওয়া আশ্চর্যের কিছু নয়। বৃহস্পতির বিশাল মাধ্যাকর্ষণ শক্তিতে পানিও থেকে গিয়েছে অনেকটা বলে জানিয়েছেন বিজোরকার।

নাসার জুনো মহাকাশ যান বৃহস্পতির উত্তর থেকে দক্ষিণে প্রদক্ষিণের সময় তথ্য প্রত্যেক ৫৩ দিন অন্তর গ্রেট রেড স্পটের তথ্য পাঠাতে থাকে। এরপরে জুনো মহাকাশ যান থেকে পাওয়া তথ্য যদি বিজ্ঞানীদের খুঁজে পাওয়া এই তথ্যকে সমর্থন করে তবে পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশে জল খুঁজার নতুন দিগন্ত খুলে দেবে এই আবিষ্কার। পরে এই প্রযুক্তি কাজে লাগিয়েই শনি, ইউরেনাস ও নেপচুনেও পানি খোঁজার কাজ শুরু করতে পারেন বিজ্ঞানীরা।‌

তথ্যসূত্র: ঢাকাটাইমস ২৪
এইচ/২২:২৫/০২ সেপ্টেম্বর

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে