Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (55 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-৩১-২০১৮

ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহে বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহ, ৩১ আগস্ট- ময়মনসিংহে বাস চাপায় ১ শিশুসহ মাহিন্দ্র অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো চারজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সকলেই মাহিন্দ্র অটোরিকশার যাত্রী।

শুক্রবার রাত ৮ টার দিকে ময়মনসিংহ সদরের চরপুলিয়ামারি এলাকায় এ ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের সদর উপজেলার চরপুলিয়ামারি এলাকায় কিশোরগঞ্জগামী এমকে সুপার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই মাহিন্দ্র অটোরিকশার ৬ যাত্রী গুরুতর আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় রাস্তায় শিশুসহ দু’জন মারা যায়। তাদের মধ্যে নিহত অজ্ঞাত শিশুর বয়স আনুমনিক ১০ বছর ও অপর জনের বয়স (পুরুষ) আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছেন ওসি।

তথ্যসূত্র: পরিবর্তন
এনওবি/২২:৫৯/৩১ আগস্ট

ময়মনসিংহ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে