Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-৩১-২০১৮

অস্ত্র-গুলিসহ জেএমবির শীর্ষ ৫ নেতা আটক 

অস্ত্র-গুলিসহ জেএমবির শীর্ষ ৫ নেতা আটক 

রাজশাহী, ৩১ আগস্ট- রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি মধ্য চর থেকে জেএমবির শীর্ষ নেতা আমিনুলসহ ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বলেন, ‘রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চর কোদালকাটি মধ্য চরে অভিযান চালিয়ে জেএমবির গোদাগাড়ীর শীর্ষ নেতা আমিনুলসহ পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন, উগ্রবাদী বই, লিফলেট ও বোমা তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতার হওয়া জেএমবি সদস্যরা ওই এলাকায় সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৩১ আগস্ট) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএ/ ০১:১১/ ৩১ আগস্ট

রাজশাহী

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে