Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ , ১০ মাঘ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (45 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৮-২৯-২০১৮

‘দেশকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তি প্রয়োজন’ : শিল্পমন্ত্রী

‘দেশকে এগিয়ে নিতে দক্ষ জনশক্তি প্রয়োজন’ : শিল্পমন্ত্রী

নরসিংদী, ২৯ আগস্ট- দক্ষতার অভাবে আমাদের দেশের জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে মানবেতর জীবনযাপন করে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি আজ বুধবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল সার কারখানায় এক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কইকা) সহযোগিতায় রাষ্ট্রায়ত্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ট্রেনিং ইনস্টিটিউট ফর ক্যামিকেল ইন্ডাস্ট্রিজের (টিআইসিআই)’ আধুনিকায়ন ও শক্তিশালীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেন, দেশে ১৭ কোটি জনসংখ্যার বিপরীতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন। বর্তমান সরকার দক্ষ জনশক্তি সৃষ্টি ও রপ্তানীর প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এজন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রদান করছে।

বিসিআইসি’র চেয়ারম্যান মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং ইল, কোইকা’র কান্ট্রি ডিরেক্টর জো হায়ুন গু শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: পরিবর্তন
এনওবি/২৩:১২/২৯ আগস্ট

নরসিংদী

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে