Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (5 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-২৮-২০১৮

মেয়র আরিফুলের পাসপোর্ট ৬ মাসের জন্য ফেরতের নির্দেশ

মেয়র আরিফুলের পাসপোর্ট ৬ মাসের জন্য ফেরতের নির্দেশ

সিলেট, ২৮ আগস্ট- সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর পাসপোর্ট ৬ মাসের জন্য ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাসপোর্টটি সিলেটের জেলা প্রশাসকের হেফাজতে রয়েছে।

আরিফুল হকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচাপরপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর অাগে, অারিফুল হক চৌধুরী পাসপোর্ট ফিরে পেতে সিলেট জেলা অাদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালে অাবেদন করেছিলেন।

অারিফুল হকের অাইনজীবী ব্যারিস্টার অাব্দুল হালিম ক্বাফি জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলমান মামলায় জামিনে রয়েছেন মেয়র অারিফুল হক। জামিনের সিকিউরিটি হিসেবে জেলা প্রশাসকের হেফাজতে রয়েছে পাসপোর্টটি। ট্রাইব্যুনালে করা অারিফুল হক চৌধুরীর অাবেদন নাকচ হলে তিনি উচ্চ অাদালতের দ্বারস্থ হন মঙ্গলবার। ইংল্যান্ডের হার্ডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন ডিগ্রী অর্জনকারী বড় মেয়ে নাহিয়ার কনভোকেশন (সমাবর্তন) অনুষ্ঠানে যোগ দিতে অারিফের পাসপোর্ট প্রয়োজন। শিগগিরই তিনি ইংল্যান্ডের উদ্যোশ্যে যাত্রা করবেন।

আবেদনের প্রেক্ষিতে উচ্চ অাদালত ৬ মাসের জন্য অারিফের কাছে পাসপোর্ট ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। এ সময়ের পর অাবার অারিফকে জেলা প্রশাসকের হেফাজতে পাসপোর্ট ফিরিয়ে দিতে হবে।

এর অাগেও তিনি ওমরাহ হজে যাওয়ার জন্য ৬ মাসের জন্য উচ্চ অাদালতের নির্দেশে পাসপোর্ট ফিরে পেয়েছিলেন।

প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী শাহ এমএএস কিবরিয়া হত্যা মামলা ও সুনামগঞ্জে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের জনসভায় বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় অাসামী হিসেবে জামিনে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের টানা দুইবারের নির্বাচিত মেয়র অারিফুল হক চৌধুরী। এই দু'টি মামলায় তিনি কারাগারেও ছিলেন প্রায় অাড়াই বছর।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

আর/১৭:১৪/২৮ আগস্ট

সিলেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে