Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.1/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-২৭-২০১৮

ত্রিপুরাপাড়ার তিন শিশুকে ডিআইটিআইডিতে স্থানান্তর, তদন্তে কমিটি

ত্রিপুরাপাড়ার তিন শিশুকে ডিআইটিআইডিতে স্থানান্তর, তদন্তে কমিটি

চট্টগ্রাম, ২৭ আগস্ট- চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকায় ত্রিপুরা পল্লীতে অজ্ঞাত ভাইরাসে আক্রান্ত তিন শিশুর অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে চট্টগ্রাম নগরের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজে (ডিআইটিআইডি) ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি ১৯ শিশুকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমতিয়াজ উদ্দিন ও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।

ঘটনা তদন্তে ঢাকা থেকে দুটি পর্যবেক্ষক দল সোমবার (২৭ আগস্ট) সকালে হাটহাজারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। সকালে তারা আক্রান্ত শিশুদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রসারিত টিকা দান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তা রেজাউর রহমান বলেন, ‘অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে ডিআইটিআইডি ভর্তি করা হয়েছে বলে জেনেছি। এখানে এসে ১৯ শিশুর সবাইকে দেখেছি। এদের মধ্যে একটি শিশুকে একটু ব্যতিক্রম মনে হয়েছে। বাকি সব শিশুই সর্দি-কাশির মতো স্বাভাবিক রোগে আক্রান্ত।’

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমতিয়াজ উদ্দিন এ বিষয়ে বলেন, ‘গতকাল রোববার (২৬ আগস্ট) ২২ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের শরীরে জ্বর অনেক বেশি। কারও কারও হালকা জ্বরের সঙ্গে খিঁচুনি, সর্দি আছে। শ্বাসকষ্টও আছে। মনে হচ্ছে এটি এক ধরনের ভাইরাস, তবে পুরোপুরি না জেনে কিছু বলা যাবে না।’

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধিসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাইরাস শনাক্ত করতে পাঁচ শিশুর রক্তের নমুনা ঢাকায় জনস্বাস্থ্য বিভাগে পাঠানো হচ্ছে। ঘটনা তদন্তে চারটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। সকালে ঢাকা থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি টিম চট্টগ্রামে পৌঁছেছে।’

তথ্যসূত্র: জাগোনিউজ২৪
এনওবি/১২:৩০/২৭ আগস্ট

চট্টগ্রাম

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে