Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-২৪-২০১৮

মুসলিমদের বাংলাদেশ আর হিন্দুদের পশ্চিমবঙ্গ: রূপা গাঙ্গুলি

মুসলিমদের বাংলাদেশ আর হিন্দুদের পশ্চিমবঙ্গ: রূপা গাঙ্গুলি

কলকাতা, ২৪ আগস্ট- দেশভাগের পর মুসলমানদের জন্য বাংলাদেশ, হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ নির্দিষ্ট ছিল। বুধবার ভারতের কলকাতায় বিজেপির এক আলোচনা শেষে এ কথা বলে বিতর্কের জন্ম দিলেন ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) এমপি রূপা গাঙ্গুলি।

বিজেপির এই এমপি বারবার বলেছেন, দেশভাগ হয়েছিল যাতে পাকিস্তান মুসলমান প্রধান রাষ্ট্র হতে পারে এবং বাংলাদেশ প্রধানত হয়েছিল মুসলমানদের জন্য। তিনি আরও যোগ করেন, পশ্চিমবঙ্গ হয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দুদের জন্য।

ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি) এর তালিকা নিয়ে এ প্রশ্ন করা হলে তিনি জবাবে এই মতামত দেন।

রুপা গাঙ্গুলি আরও বলেন, শুধু হিন্দুরা নয়, বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষরাও শরণার্থী, যারা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ভারতবর্ষে এসেছিলেন।

শুধু রূপা গাঙ্গুলিই নয়, এনআরসি বিলের সমর্থনে বিজেপির ভাইস প্রেসিডেন্ট ওম মাথুর ১২ আগস্ট বলেছিলেন, এই দেশটিকে ‘ধর্মশালা’ বানাতে দেয়া চলবে না এবং ২০১৯ সালে জাতীয় নির্বাচনের পর সারা ভারতজুড়ে এনআরসি বাস্তবায়ন করা হবে।

সেই বক্তব্যে ওম মাথুর আরও বলেছিলেন, পুরো ভারত বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীতে ভরে গেছে। এরকম কোনও শহর নেই যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আক্রমণ থেকে মুক্ত আছে।

সূত্র: আরটিভি অনলাইন

আর/১৭:১৪/২৪ আগস্ট

পশ্চিমবঙ্গ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে