Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (55 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-২৩-২০১৮

সামনে নির্বাচন, গায়ের জোরে বললে হবে না : মির্জা ফখরুল

সামনে নির্বাচন, গায়ের জোরে বললে হবে না : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও, ২৩ আগস্ট- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনী ও রাজনৈতিক সংকট তৈরি করেছে আওয়ামী লীগ। সামনে নির্বাচন, গায়ের জোরে বললে হবে না। আলোচনার মাধ্যমে সংকট দূর করতে হবে। সংলাপে বসতে হবে। দলীয় সরকারের অধীনে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

কারাগারে ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দলীয় নেতাকর্মীদের দেখা করতে না দেয়া স্বৈরাচারী মনোভাব মন্তব্য করে ফখরুল বলেন, বিরোধীদলকে রাস্তায় নামতে দেয় না সরকার। সভা-সমাবেশের অনুমতি দেয় না। এরপরও শান্তিপূর্ণভাবে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করে যাচ্ছে বিএনপি।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি ও যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

তথ্যসূত্র: জাগোনিউজ২৪
এনওবি/১৭:০৩/২৩ আগস্ট

ঠাকুরগাঁও

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে