Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (54 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-২০-২০১৮

ফের আলোচনার কেন্দ্রে 'ঝুমাবৌদি' খ্যাত মোনালিসা

ফের আলোচনার কেন্দ্রে 'ঝুমাবৌদি' খ্যাত মোনালিসা

বিগ বস-১০ এ অংশ নেওয়ার পর থেকেই বাঙালি কন্যা মোনালিসা এখন বেশ পরিচিত মুখ। তারপর ওপর এসভিএফ এর 'দুপুর ঠাকুরপো'-২ এর 'ঝুমা বৌদি'র ভূমিকাতেও বেশ নজর কেড়েছেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা। আপাতত হিন্দি ধারাবাহিক 'নজর'-এ ডাইনির ভূমিকায় অভিনয় করছেন তিনি।

শ্যুটিংয়ের ফাঁকে স্বামী বিক্রান্ত রাজপুতের সঙ্গে ছুটি কাটাতে গেছেন মোনালিসা। আর সেখানেই কালো বিকিনিতে ফের একবার 'হট' লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল সাইটে ভক্তদের জন্য সেই সমস্ত ছবিও শেয়ার করেছেন মোনালিসা।  ইতিমধ্যে সোশ্যাল সাইটে ছড়়িয়ে পড়েছে মোনালিসার এই ছবি। ছবির তলায় রয়েছে ভক্তদের কমেন্টের বন্যা।

তবে শুধু ভোজপুরি, হিন্দি, বাংলাতেই নয় কন্নড়, তেলেগু, তামিল, ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন মোনালিসা। প্রসঙ্গত, বিগ বসে থাকাকালীনই সকলের নজর কাড়ে মোনালিসা।  বিগ বসে হাউসেই মোনালিসাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। শো চলাকালীনই  বিক্রান্তকে বিয়ে করে বসেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস।

তবে শুধু 'বিগ বস'ই নয়, বিক্রান্ত ও মোনালিসা এর আগে 'নাচ বলিয়ে' শোয়েও অংশ নিয়েছিলেন।


তথ্যসূত্র: কালের কণ্ঠ 
আরএস/ ২০ আগস্ট

নাটক

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে