Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (50 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-১৭-২০১৮

সরকারের কঠোর পদক্ষেপে গত চার বছরে নৌপথে কোনও দুর্ঘটনা ঘটেনি: নৌ-পরিবহনমন্ত্রী 

সরকারের কঠোর পদক্ষেপে গত চার বছরে নৌপথে কোনও দুর্ঘটনা ঘটেনি: নৌ-পরিবহনমন্ত্রী 

সাতক্ষীরা, ১৭ আগস্ট-  ‘নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘সরকারের কঠোর পদক্ষেপে গত চার বছরে নৌপথে কোনও দুর্ঘটনা ঘটেনি। নৌপথকে ঝুঁকিমুক্ত করতে নৌ-মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

শুক্রবার (১৭ আগস্ট) বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর উপদেষ্টা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শাজাহান খান জানান, পদ্মাসেতু নির্মাণের পর ভোমরা দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হবে। ইতোমধ্যে এ বন্দরে আরও ৩৫টি পণ্য আমদানি-রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ৭৪টি পণ্য আমদানি-রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে এ বন্দরকে।

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে স্থলবন্দর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ, খুলনা কাস্টমস কমিশনার ওহিদুল আলম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

 সূত্র:  বাংলা ট্রিবিউন
এইচ/২২:২৩/১৭ আগস্ট 

সাতক্ষীরা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে