Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (57 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-১২-২০১৮

স্কুলের সামনে জেব্রা ক্রসিং করলেন বরিশালের মেয়র

স্কুলের সামনে জেব্রা ক্রসিং করলেন বরিশালের মেয়র

বরিশাল, ১২ আগস্ট- বরিশাল নগরীতে সড়ক সংলগ্ন স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্যক্তিগত খরচে জেব্রা ক্রসিং এবং রোড সাইন লাগানোর উদ্যোগ নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদল্লাহ।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ সড়কসহ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছেন তিনি।

রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে নগরীর জিলা স্কুলের সামনে নিজ হাতে জেব্রা ক্রসিংয়ের কাজ উদ্বোধন করেন নবনির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহ।

নিরাপদ সড়কের দাবিতে বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীরা গত ৫ আগস্ট সাদিক আবদুল্লাহর আহ্বানে আন্দোলন স্থগিত করায় এ উদ্যোগ নেন মেয়র। মেয়রের দায়িত্ব নেয়ার পর নগরীর ব্যস্ততম সড়ক সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়ারও অঙ্গীকার করেন সাদিক আবদুল্লাহ।

এদিকে, নবনির্বাচিত মেয়র সাদিক আবদুল্লাহর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এমন উদ্যোগের ফলে শিক্ষার্থীদের নিরাপদ সড়কসহ নগরীতে যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার খাইরুল বাশার। তিনি বলেন, বরিশালের নবনির্বাচিত মেয়রের এ উদ্যোগ সারাদেশে অনুকরণীয়।

সূত্র: জাগোনিউজ২৪

আর/১০:১৪/১২ আগস্ট

বরিশাল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে