Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (45 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-১১-২০১৮

‘পলকের সিংড়া হবে উন্নয়নের রোল মডেল’ 

‘পলকের সিংড়া হবে উন্নয়নের রোল মডেল’ 

সিংড়া, ১১ আগস্ট- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেছেন, ‘একটি প্রত্যন্ত অঞ্চল কিভাবে উন্নয়নের স্পর্শে জেগে উঠতে পারে, তা আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সিংড়ায় না এলে জানা হতো না। যদি এই উপজেলার প্রত্যন্ত ও দূর্গম এলাকাগুলোতে উন্নয়নের আলো পৌছানো যেতে পারে তবে দেশের সব পিছিয়ে পড়া এলাকায় কেন পারা যাবে না। এ ক্ষেত্রে সিংড়া হবে দেশের রোল মডেল।’

শুক্রবার (১০ আগস্ট) রাত ৮টায় সিংড়া পৌর মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা’য় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রভাবশালী এ কর্মকর্তা।

তিনি বলেন, ‘সিংড়ায় যেভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে, সেটি জেলার প্রতিটি জনপ্রতিনিধি ও সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নকারীদের জানা উচিত।’ প্রতিটি ধারণা ছড়িয়ে দিতে আগামীতে সিংড়ায় জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভার নির্দেশ দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। উন্নত জীবনযাপন নিশ্চিতে নিরলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন। সরকারের ধারাবাহিকতা থাকলে ২০৪১ সালে দেশ উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে।’

সিংড়া উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা আ’লীগের ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

তথ্যসূত্র: বিডি২৪লাইভ
আরএস/০৮:০০/ ১১ আগস্ট

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে