Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (65 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-০৯-২০১৮

ছাত্রলীগ কর্মী নিহত, পুলিশের ভ্যান পুড়িয়ে জনতার বিক্ষোভ

ছাত্রলীগ কর্মী নিহত, পুলিশের ভ্যান পুড়িয়ে জনতার বিক্ষোভ

কুড়িগ্রাম, ০৯ আগস্ট- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ট্রাকের ধাক্কায় খায়রুল ইসলাম খোকন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে ভূরুঙ্গামারী-বঙ্গ সোনাহাট স্থলবন্দর সড়কে কাগজপত্র চেকিংকালে ট্রাফিক ইন্সপেক্টরকে দেখে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় এ ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম খোকন শিলখুড়ি ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে। তিনি উপজেলার শিলখুড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এ বিষয়ে সোনাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলি মোল্লা বলেন, এ দুর্ঘটনার পরই স্থানীয় জনতা বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান নেয়। পরে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেখানে গেলে স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জানা যায়, বিক্ষুব্ধ জনতা ট্রাফিক সার্জেন্টের মোটরসাইকেলসহ ভুরুঙ্গামারী থানা পুলিশের ভ্যান পুড়িয়ে দিয়েছে। কয়েকজন পুলিশ সদস্যকে সোনাহাট ইউনিয়ন পরিষদ অফিসে অবরুদ্ধ করেও রাখে তারা। অবরুদ্ধ পুলিশ সদস্যরা হলেন, ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, সহকারী ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল ও কনস্টেবল বিকাশ।

ঘটনাস্থলে বিজিবি অবস্থান করছে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ভুরুঙ্গামারীর ইউএনও মাগফুরুল ইসলাম আব্বাসি ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালছে।

 

তথ্যসূত্র: বিডি২৪লাইভ
আরএস/০৮:০০/ ০৯ আগস্ট

কুড়িগ্রাম

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে