Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (63 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-০৯-২০১৮

কাগজপত্র ঠিক থাকায় চালককে পুলিশ সুপারের ফুল উপহার 

কাগজপত্র ঠিক থাকায় চালককে পুলিশ সুপারের ফুল উপহার 

ঠাকুরগাঁও, ০৯ আগস্ট- ৫ আগস্ট থেকে শুরু হওয়া বিশেষ ট্রাফিক সপ্তাহ-২০১৮'র ৫ম দিনে জনসচেতনার্থে ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে জেলা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত র‌্যালিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জেলা ট্রাফিক পুলিশ কার্যালয়ের সামনে গণসচেতনামূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন ধরণের যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে।

যান চলাচলকারীদের কাগজপত্র যাচাইকালে যেসকল চালকদের গাড়ীর কাগজপত্র সঠিক রয়েছে তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ। এছাড়াও কাগজপত্র সঠিক থাকা ও সড়কে নিয়ম মেনে যান চলাচল করায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হেলমেটও প্রদান করেন তিনি।

যানবাহনের কাগজপত্র যাচাইকালে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া পিপিএম, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু রায়হান, চন্দন কুমার রায়, সার্জেন্ট জামিউল উপস্থিত ছিলেন। জেলা পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ জনগণ। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদকে।

তথ্যসূত্র: বিডি২৪লাইভ
আরএস/০৮:০০/ ০৯ আগস্ট

 

ঠাকুরগাঁও

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে