Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ , ২৫ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (90 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৮-০৯-২০১৮

‘একটি গুলি চললে দশটি গুলি চলবে’

‘একটি গুলি চললে দশটি গুলি চলবে’

লামা, ০৯ আগস্ট- লামায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০১৮ পালিত হয়েছে। মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি), পাহাড়ি ছাত্র পরিষদ, জেএসএস, ত্রিপুরা আদিবাসী ফোরাম ও ম্রো আদিবাসী ফোরাম এর যৌথ আয়োজনে মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠন গুলো আলোচনা সভাস্থল লামা বাজার ছোট নুনারবিল কেন্দ্রীয় বৌদ্ধ বিহার মাঠে মিলিত হয়। বেলা ১১টায় বৌদ্ধ বিহার হতে সম্মিলিত মিছিলটি শুরু হয়ে লামা বাজার প্রদক্ষিণ শেষে পুণরায় আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারী উপজাতি ছেলে-মেয়ে ও নানা পেশার লোকজন বিভিন্ন দাবী উত্থাপন করে স্লোগান দেয়।

এসময় তারা ‘একটি গুলি চললে দশটি গুলি চলবে, আদিবাসীরা খেলনা নয়, সামরিক নির্যাতন বন্ধ কর করতে হবে, আদিবাসী স্বীকৃতি দিতে হবে, সেনা ক্যাম্প প্রত্যাহার কর’ এমন স্লোগান দিতে শুনা যায়। এছাড়া নানা দাবি উত্থাপন করে রং বেরং এর প্লেকার্ড, ফেস্টুন প্রদর্শন করে।

যাতে নিম্মোক্ত দাবী গুলো লেখা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম থেকে সকল অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার কর, পার্বত্য চট্টগ্রামে সামরিক নির্যাতন বন্ধ কর, আমরা নয় পাহাড়ি- নয় উপজাতি- নয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি আমরা সবাই আদিবাসী, আগে চাই মাতৃভাষা- শিক্ষার পরে অন্য ভাষা, আদিবাসী নারীর নিরাপত্তা চাই, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন কর, পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়ন কর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নয় আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে ৫ শতাংশ আদিবাসী কোটা নিশ্চিত কর, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই, আমাকে ভূমি অধিকার দাও, আদিবাসী কোটায় অ-আদিবাসী নিয়োগ বন্ধ কর, প্রত্যেক বিভাগীয় শহরে শিক্ষার্থীদের পৃথক ছাত্রাবাস নির্মাণ কর।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল মাতামুহুরী ডিগ্রী কলেজ শাখার সভাপতি সত্যপ্রিয় চাকমা। এছাড়া আরো উপস্থিত চিলেন, জেএসএস লামা উপজেলা সভাপতি অংগ্য মার্মা, মারমা স্টুডেন্টস কাউন্সিল লামা উপজেলা সভাপতি বাচিং থোয়াই মার্মা, পাহাড়ি ছাত্র পরিষদ উপজেলা আহবায়ক নুং ক্যও মং মার্মা, ম্রো আদিবাসী ফোরামের সভাপতি চংপাত ম্রো, ত্রিপুরা আদিবাসী ফোরামের উপজেলা সভাপতি প্রশান্ত ত্রিপুরা, হ্লামেনু মার্মা, সুখী মার্মা, জ্যাক মার্মা, মিকি মার্মাপ্রমূখ সহ আরো অনেকে।

তথ্যসূত্র: বিডি২৪লাইভ
আরএস/০৮:০০/ ০৯ আগস্ট

বান্দরবান

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে