Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০ , ৩ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (70 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৮-০৩-২০১৮

জিম্বাবুয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন ক্ষমতাসীন এমনানগাগওয়া

জিম্বাবুয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন ক্ষমতাসীন এমনানগাগওয়া

হারারে, ০৩ আগস্ট- জিম্বাবুয়েতে গত ৩০ জুলাই অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেলেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া। ভোট গ্রহণের পর প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাল্টাপাল্টি বিজয় দাবি করলেও নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে বিজয়ী  এমনানগাগওয়া। খবর বিবিসি।

দশটি প্রদেশের সব ভোট গণনা শেষে ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। আর ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট পাওয়া মুভমেন্ট অব ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা নেলসন চামিসা দাবি করেছেন ঘোষিত ফলাফল এখনও যাচাই করা হয়নি।
তবে দেশটির নির্বাচন কমিশন বলছে, ফলাফল নিয়ে কোনও ধরণের অন্যায়ের আশ্রয় নেয়া হয়নি।

১৯৮০ সালে স্বাধীনতা লাভের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন রবার্ট মুগাবে। চার দশক ধরে ক্ষমতায় থাকার পর গত বছরের নভেম্বরে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি ক্ষমতাচ্যুত হন। জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল জানু-পিএফ এর দলীয় প্রধানের পদ থেকেও প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বরখাস্ত করা হয়। মুগাবের স্থলাভিষিক্ত হন সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া।

তথ্যসূত্র: আরটিভি অনলাইন
আরএস/০৮:০০/ ০৩ আগস্ট

আফ্রিকা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে