Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (32 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৭-২৫-২০১৮

লাক্স তারকা সামিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

লাক্স তারকা সামিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন

ঢাকা, ২৫ জুলাই- দীর্ঘদিন প্রেমের পর গত ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন লাক্স তারকা সামিয়া সাঈদ।

আবু সাফাত চৌধুরীর সঙ্গে সামিয়ার সেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো মঙ্গলবার।

রাজধানীর ফ্যালকন হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ছাড়াও সামিয়ার বন্ধু, শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন।

পরিবারের দুই পক্ষের পূর্ণ সমর্থনেই বিয়ে হয়েছে বলে জানিয়েছেন সামিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‌আমার স্বামী সাফাত চৌধুরী অনেক ভালো একজন মানুষ। তিনিও মিডিয়ার  কাজের সঙ্গে সম্পৃক্ত।

স্বামী সাফাত প্রসঙ্গে লাক্স তারকা সামিয়া বলেন, নাটক, বিজ্ঞাপনের এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে ক্যামেরার পিছনে কাজ করেন সাফাত। ওর সঙ্গে আমার প্রথম পরিচয় ২০১০ সালে। এরপর ২০১২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। ২০১৫ সালের ১৮ এপ্রিল থেকে দুইজনে প্রেম করি।

দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। 

‘লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০১২’-এ চ্যাম্পিয়ন হয়েছিলেন সামিয়া সাঈদ। অনেকগুলো নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। পাশাপাশি গেল ঈদে মুক্তি পায় সামিয়ার প্রথম চলচ্চিত্র ‘কমলা রকেট’।

এমএ/ ১১:২৮/ ২৫ জুলাই

মডেলিং

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে