Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ , ৬ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (120 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৭-১৪-২০১৮

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

দাম্মাম, ১৪ জুলাই- সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে দাম্মাম প্রদেশের সানাইয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের জামালিয়া কান্দীর আবুল কাসেমের ছেলে মোহাম্মদ রবি এবং কালাই গোবিন্দপুরের আবদুল হাসিম মিয়ার ছেলে জসীম উদ্দিন।

আহতরা হলেন-নিহত রবির ছোট ভাই মোহাম্মদ হাবিবুর, কালাই গোবিন্দপুরের হেলাল উদ্দিন গাজীর ছেলে জনি গাজী ও চম্পকনগরের হযরত আলীর ছেলে আলী আহম্মদ।

তাদের উদ্ধার করে দাম্মামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত মোহাম্মদ রবি ও আহত হাবিবুর আপন দুই ভাই। দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছেন। নিহত রবির স্ত্রী ও সন্তান রয়েছে। অপরদিকে নিহত জসীম উদ্দিনের স্ত্রী ও তামিম নামে তিন বছরের সন্তান রয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুর রহমান দুলাল জানান, দুর্ঘটনায় হতাহতরা সবাই নজরপুর ইউনিয়নের বাসিন্দা।

তাদের হতাহতের খবরে স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছে। নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের।

সূত্র: যুগান্তর

আর/১০:১৪/১৪জুলাই

সৌদি আরব

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে