Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ , ৮ আশ্বিন ১৪২৭

গড় রেটিং: 3.0/5 (75 টি ভোট গৃহিত হয়েছে)


আপডেট : ০৬-২৮-২০১৮

রোহিঙ্গা ক্যাম্প লক্ষ্য করে বিজিপির গুলিবর্ষণ

রোহিঙ্গা ক্যাম্প লক্ষ্য করে বিজিপির গুলিবর্ষণ

বান্দরবান, ২৮ জুন- বান্দরবানের তমব্রু সীমান্তের জিরো পয়েন্টে রোহিঙ্গা ক্যাম্প লক্ষ্য করে বিজিপির গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। এতে ১ জন গুলিবদ্ধ হয়েছে বলে খবরে প্রকাশ। গুলিবিদ্ধ ব্যক্তির নাম আনসার হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,দুপুরের দিকে হঠাৎ করেই বিজিপি গুলিবর্ষণ করে। এতে করে ঐ শিশুটি গুলিবিদ্ধ হয়। বর্তমানে আতঙ্ক বিরাজ করছে উক্ত রোহিঙ্গা ক্যাম্পে।

অথচ এর কিছুক্ষণ আগেই বান্দরবানের তমব্রু সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়া হবে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এমন আশ্বাস দেয়। আশ্বাসের কয়েক ঘণ্টা পরেই এই গুলির ঘটনা ঘটল।

জানা গেছে, আনসার হোসেন নামে এক রোহিঙ্গা শিশু সীমান্তে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে বিজিপি সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ওই শিশুটি পায়ে গুলিবিদ্ধ হন।

দুপুরে বিজিবির সঙ্গে বৈঠকে তমব্রু সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেয়ার আশ্বাস দেয় বিজিপি। পতাকা বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় বিজিবি।

এর আগে, বেলা ১২টার দিকে বিজিবির আঞ্চলিক কার্যালয়ে পতাকা বৈঠক শুরু হয়। এতে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির মংডু রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাঈন টুও। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিবুল্লাহ। দুপুর দুইটা পর্যন্ত চলা বৈঠকে, রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই বাহিনীর মধ্যে তথ্য বিনিময়, যৌথ টহল, মাদক চোরাচালন প্রতিরোধ ও সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

তথ্যসূত্র: বিডি২৪লাইভ
আরএস/০৯:০০/ ২৮ জুন

বান্দরবান

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে