Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (83 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৬-২২-২০১৮

একসঙ্গে মোটরসাইকেলে চড়ায় তরুণ-তরুণীর জোর করে বিয়ে!

একসঙ্গে মোটরসাইকেলে চড়ায় তরুণ-তরুণীর জোর করে বিয়ে!

আসাম, ২২ জুন- একসঙ্গে মোটরসাইকেলে চড়ায় দুই তরুণ-তরুণীকে গণপিটুনী দিয়ে জোর করে বিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৯ জুন ভারতের আসামের রঙজুলি এলাকায় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

পুলিশ জানায়, পুখুরপুর গ্রামে ২০ বছর বয়সী ওই যুগল একসঙ্গে মোটরসাইলেকে চড়লে তাদের পথরোধ করে মারধর করা হয়। এ ঘটনায় মারধরের শিকার হন ওই তরুণের ভাইও। তিনি জানান, পরে গ্রামে বৈঠক বসে দুজনকে বিয়ে করতে বাধ্য করা হয়।

ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করে।

আসাম পুলিশের ডাইরেক্টর জেনারেল কুলধর সাইকিয়া বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি। তবে পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার একজনকে গ্রেফতার করা হয়েছে। এরপর আজকে সকালে আরেকজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জোরপূর্বক আটকে রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

এমএ/ ১১:০০/ ২২ জুন

আসাম

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে